কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 6
অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কম্পিউটারের স্টার্ট মেনু আসতে দেরি হয় বা লোকাল ডিস্ক ওপেন হতে দেরি হয়। এই সমস্যা সমাধান করতে যা করতে হবে- কীবোর্ড থেকে Windows Key + R চাপুন। Run ডায়ালগ বক্স আসবে এখনে Regedit.exe লিখে Ok দিন। একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে HKEY_CURRENT_USER এ ক্লিক করুন নিচে ড্রাপডাউন থেকে Control Panel এ ক্লিক করুন। এরপর নিচে ড্রাপডাউন থেকে Desktop সিলেক্ট করুন। Desktop সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ডাবল ক্লিক করে Value Data 0 করে OK দিন। কম্পিউটার রিস্টার্ট দিন।
Thanks/Abu Taleb
No comments