ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম
Facebook Youtube Video Download
বর্তমান সময়ে আমরা যারা এন্ড্রয়েড বা স্মার্ট ফোন ব্যবহার করি, তাদের প্রায় ৯৯% লোকেই Facebook ও Youtube ব্যবহার করি। আমরা ফেসবুক ও ইউটিউবে ভিডিও দেখতে পারলেও খুব সহজে কিন্তু ফেসবুক ও ইউটিউবের ভিডিও ডাউলোড করতে পারি না। কিভাবে ফেসবুক ও ইউটিউবের ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায় এ বিষয়ে আমি আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব। ইউটিউব এবং ফেসবুক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার জন্য পুরো পোস্টটি পুড়ুন।
ফেসবুক (Facebook) এবং ইউটিউব (Youtube) থেকে ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম
আজকে আমি দেখাবো কিভাবে কোন অ্যাপস ছাড়া ফেসবুক এবং ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারা যায়। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক Facebook এবং ইউটিউব Youtube থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
Facebook Video Download
আপনি যদি ফেসবুক Facebook ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ফেসবুকে চলে যাবেন। যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিটির ডান পাশে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
থ্রি ডট মেনুতে ক্লিক করার পর Copy link এর ক্লিক করুন।
আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোন ব্রাউজারে en.savefrom.net লিংকটিতে প্রবেশ করুন। প্রবেশ করার পর নিচির চিত্রের মতো আসবে।
Enter the URL লেখা ঘরে আপনার কপি করা লিংকটি পেষ্ট করুন। পেষ্ট করার পর ডাউনলোড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর আপনার কাংখিত ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওটির নিচে ডাউনলোড বাটন ও ভিডিও ফরম্যাট দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে ফরম্যাটে ভিডিওটি ডাউনোল করতে চান সেটি সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
Thanks/Abu Taleb
No comments