হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার কার্যকরী উপায়
আমরা যারা ফেসবুক Facebook ব্যবহার করি তারা সাধারণত প্রতিদিন একবারের জন্য হলেও যদি ফেসবুকে ডুস না দিই তাহলে যেন পেটের ভাত হজম হতে চায় না। প্রতিদিনের অভ্যাসের ন্যায় আপনি যখন ফেসবুকে লগিন করার চেষ্টা করলেন কিন্তু একাদিকবার চেষ্টার পরও কোনভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে লগিন করতে পারলেন না। আপনার ফেসবুক Facebook আইডি ও সঠিক পাসওয়ার্ড ব্যবহার করার পরও যখন লগিন করেতে পারলেন না, তখন বুজে নিবেন যে, আপনার সখের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে।
হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার কার্যকরী উপায়
আর যখন বুজলেন আপনার ফেসবুক Facebook আইডি হ্যাক হয়ে গেছে ঠিক তখন আপনি অবশ্যই অনেক চিন্তিত হয়ে পড়বেন। অবশ্যই চিন্তিত বা ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু এতে গাবড়ানো বা চিন্তিত হওয়ার কিছুই নেই, কারণ হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরেয়ে আনা যায়। এ ক্ষেত্রে আপনাকে ফেসবুক হ্যাকড আইডি উদ্ধার করার উপায় জানতে হবে। আজকে আমি আলোচনা করবো কিভাবে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ি আনার কার্যকরী উপায় সম্পর্কে। ফেসবুক হ্যাকড একাউন্ট ( Facebook hacked account) ফিরিয়ে আনার উপায় জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
কি কি কারণে ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে
বিভিন্ন কারণে সখের ফেসবুক একাউন্টটি হ্যাক হতে পারে। ফেসবুক একাউন্ট হ্যাকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর সমস্ত তথ্য নিয়ে মোটা অংকের টাকা নেওয়ার জন্য হ্যাক হতে পারে। অনেক ভুয়া ওয়েব সাইট আছে যেগুলো ফেসবুক একাউন্ট হ্যাকের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করার জন্য হ্যাক করে থাকে। আবার অনেকে মজা করার চলে ফেসবুক একাউন্ট হ্যাক করে থাকে।
কিভাবে ফেসবুক একাউন্ট হ্যাক হয়
ফেসবুক একাউন্ট হ্যাকাররা বিভিন্নভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করে থাকে। অনেক সময় যে একাউন্টটি টার্গেট করে থাকে, তাকে ফ্রেন্ড রিকেুয়েস্ট পাঠানোর মাধ্যমে তার সাথে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে থাকে। এক পর্যায়ে তাকে ফিশিং সাইটের লিংক পাঠানো হয়, আর ঐ লিংকে ক্লিক করলে তার একাউন্টের তথ্য হ্যাকারের কাছে চলে যায়।
এছাড়া বিভিন্ন অ্যাপের মাধ্যমেও ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে থাকে। অনেক সময় সাইবার ক্যাফেতে ফেসবুকে লগিন করলে সেখান থেকে যদি লগআউট না করে বের হয়ে যান সেখান থেকে কিন্তু অন্যরা আপনার ফেসবুকের তথ্যগুলো পেয়ে যায়। ঐ তথ্য ব্যবহার করে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারে।
ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচতে করনীয়
আপনার ফেসবুক আইডিকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে যেগুলো মেনে চলতে হবে-
- অন্য কাউকে ফেসবুক আইডি পাসওয়ার্ড বলা যাবে না।
- কেউ মেসেঞ্জারে কোন লিংক পাঠালে সেটিতে প্রবেশ করা যাবে না।
- কোন লিংকে প্রবেশ করলেও ফেসবুক আইডি পাসওয়ার্ড প্রবেশ করানো যাবে না।
- নিজের পিসি বা ফোন ছাড়া অন্য কারো পিসি বা ফোনে লগিন করলে কাজ শেষে লগ আউট করে নিতে হবে।
উপরের নির্দেশনাগুলো মেনে চললে আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে অনেকাংশে রক্ষা পাবে।
ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিভাবে বুঝবেন
সাধারণত আপনার ফেসবুক আইডি হ্যাক করার পর হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে যার কারণে আপনি লগিন করতে পারেন না। যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে তাহলে যেভাবে বুজবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে- প্রথমে আপনার ফেসবুকে লগিন করতে হবে→ এর পর উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে→ Settings & Privacy → Settings → Activity log →View Logged Actions এ ক্লিক করলে কোন ব্রাউজার এবং কোন ডিভাইস থেকে লগিন করা হয়েছে জানতে পারবেন। সেখানে অপরিচিত কোন লগিন তথ্য পাওয়া গেলেই বুঝতে হবে আপনার ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে।
হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার কার্যকরী উপায়
হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার কার্যকরী উপায় স্টেপ বাই স্টেপ নিম্নে দেওয়া হলো।
- সর্বপ্রথম https://www.facebook.com/hacked লিংকটিতে যেকোন ব্রাউজার থেকে প্রবেশ করতে হবে।
- My account is compromised লেখা বাটতে ক্লিক করতে হবে।
- মোবাইল নম্বর অথবা ই-মেইল দিতে হবে।
- তথ্য ঠিক থাকলে হ্যাক হয়ে যাওয়া একাউন্ট দেখাবে এবং পুরাতন বা বর্তমান পাসওয়ার্ড চাইবে।
- এখানে পুরাতন পাসওয়ার্ড দিয়ে পেজটি Continue রাখতে হবে। হ্যাকার যদি মোবাইল নম্বর বা ই-মেইল পরিবর্তণ করে তাহলে Need another way to authenticate? → Submit a request of facebook এ ক্লিক করে ফেসবুক একাউন্ট পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূূরণ করে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট ফিরিয়ে আনা সম্ভব।
Thanks/Abu Taleb
No comments