গুচ্ছের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা

 গুচ্ছের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা 





১. প্রত্যাশিত বিষয় কিংবা বিশ্ববিদ্যালয় আসুক কিংবা না আসুক, মেরিটে প্রথমবারের মত বিষয় আসলেই প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নয়তো গুচ্ছের পুরো প্রসেস থেকে বাদ যাবে। আর অনুরোধ, মেইল, সাক্ষাত করেও লাভ হবে না।


২. গুচ্ছের প্রাথমিক ভর্তি নিশ্চায়নের ক্ষেত্রে অবশ্যই এসএসসি-এইচএসসির মূল মার্কসিট জমা দিতে হবে। সাথে জমা দিতে হবে ৫০০০ টাকা জমা দেয়ার স্লিপ। এছাড়াও গুচ্ছের এডমিট কার্ডও সাথে নিয়ে যেতে হবে।

৩. প্রাথমিক ভর্তি নিশ্চায়নের কাগজপত্র জমা দেয়ার ক্ষেত্রে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে। ডাকযোগে, কুরিয়ারযোগে কিংবা আত্মীয় স্বজন-বন্ধুবান্ধবযোগে পাঠানো যাবে না।

৪. গুচ্ছের মাইগ্রেশনের ক্ষেত্রে কারো অন্য বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে বিষয় আসলে জমাদানকৃত মার্কশিট উত্তোলন-ট্রান্সফার করা লাগবে না। অতি উৎসাহিত হয়ে কিংবা কৌতুহল থেকে কেউ যদি কাগজ তুলো তবে সে গুচ্ছের সিস্টেম থেকে পুরোপুরিভাবে বাদ যাবে।

৫. পেনশন সংক্রান্ত চলমান শিক্ষক আন্দোলন কিংবা ভিসি সংক্রান্ত চলমান আন্দোলনে বন্ধ বিশ্ববিদ্যালয় (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভর্তি কার্যক্রম সব কিছুর উর্ধ্বে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা গুচ্ছের ভর্তি কার্যক্রমের সময় তাদের দায়িত্ব পালন করবে। তোমাকে শুধু নির্ধারিত সময়ের মধ্যে তোমার কাজগুলো সম্পন্ন করতে হবে। আর শুক্রবারে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্টস গ্রহণ ও গুচ্ছের প্রাথমিক ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

🔰 GST Information


No comments

Theme images by centauria. Powered by Blogger.