এন্ড্রয়েড ফোনে ব্যাটারি চার্জ বেশি থাকার কার্যকরী কিছু উপায়-2024
এন্ড্রয়েড ফোনে ব্যাটারি চার্জ বেশি থাকার কার্যকরী কিছু উপায়-2024
বর্তমানে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের প্রধান সমস্যা হলো মোবাইলের চার্জ বেশি থাকেনা । সকালে ফুল চার্জ করে বাহির হলে বিকালের ফুরেয়ে যায় যায়। আজকের পোস্টে জানাবো কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের ব্যাটারি চার্জ দীর্ঘ সময় ধরে রাখা যায় ।
এন্ড্রয়েড ফোনে ব্যাটারি চার্জ বেশি থাকার কার্যকরী কিছু উপায়
চলুন জেনে নেওয়া যাক এন্ড্রয়েড ফোনে ব্যাটারি চার্জ বেশি থাকার কার্যকরী কিছু উপায় বা কৌশল।
ব্যাক কভার ব্যবহার না করা
আপনার এন্ড্রয়েড ফোনের ব্যাটারি চার্জ বেশিক্ষন ধরে রাখার জন্য আপনাকে ব্যাক কভার ব্যবহার পরিহার করতে হবে। কারন ব্যাক কভার ব্যবহার করার কারনে আপনার মোবাইল যখন গরম হয়, তখন বের হতে না পারার কারনে আপনার ব্যাটারির ফারর্ফমেন্স কমে যায় এমনকি আপনার সখের এন্ড্রয়েড ফোনের ব্যাটারিটি ফুলেও যেতে পারে।
অটোমেটিক আপডেট বন্ধ রাখুন
এন্ড্রয়েড ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক এ্যাপ্লিকেশন চালু থাকে। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন এ্যাপের অটো আপডেট। এটি বন্ধ রাখলে ব্যাটারির চার্জ কম খরচ হয়।
ব্রাইটনেস কমিয়ে রাখন
যদি আপনার ফোনটি একটু বেশি সময় ব্যবহার করতে চান, তবে আপনার ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারির চার্জ খরচ কম হয়।
লোকেশন বন্ধ রাখন
বেশ কিছু এ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্যবহারের জন্য ব্যবহারকারীর লোকেশন জানার প্রয়োজন হয়। যার কারনে লোকেশন চালু রাখতে হয়। লোকেশন চালু রাখার কারনে ব্যাটারির চার্জ বেশি খরচ হয়। যতটুকু সম্ভব লোকেশন বন্ধ রেখে মোবাইল ব্যবহার করুন, তাহলে আপনার ব্যাটারির চার্জ বিশি থাকবে।
ব্রাউজার দিয়ে ফেসবুক ব্যবহার করুন
পেসবুক এ্যাপের পরিবর্তে ব্রাউজার দিয়ে ব্যবহার করুন। এতে ব্যাটারি কম খরচ হবে।
পাওয়ার সেভিং মোড চালু রাখন
এন্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষন ব্যবহার করার জন্য আপনার এন্ড্রয়েড ফোনের পাওয়ার সেভিং মোড চালু রাখতে পারেন। কিছু মোবাইল আছে ব্যাটারির চার্জ ২০% এর নিচে নেমে আসলে অটোমেটিক পাওয়ার সেভিং মোড চালু হয়ে যায়।
ওয়াই-ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন
ওয়াই-ফাই ও ব্লুটুথ প্রয়োজন না হলে বন্ধ রাখুন। কারন এগুলো চালু থাকলে দেখা যায় কিছুক্ষণ পরপর নতুন কানেকশন খোঁজার কাজটি চালাতে থাকে। যার ফলে ব্যাটারির চার্জ খরচ হয়।
অ্যানিমেটেড ওয়ালপেপার
আপনার এন্ড্রয়েড ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার করতে চাইলে অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন। কারন অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যাটারির চার্জের বড় একটি অংশ খরচ করে।
দূর্বল নেটওয়ার্ক
অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের নেটওয়ার্ক সিগনাল অনেক দূর্বল থাকে। নেটওয়ার্ক সিগনাল দূর্বল থাকার কারনে ব্যাটারি বেশি খরচ হয়। যেসব এলাকায় নেটওয়ার্ক দূর্বল সেসব এলাকায় মোবাইলের প্লাইট মোড বা বন্ধ করে রাখলে ব্যাটারির চার্জ বেশি সময় ব্যবহার করতে পারবেন।

No comments