কম্পিউটার নিয়ে উক্তি

 কম্পিউটার নিয়ে উক্তি : কম্পিউটার নিয়ে ১৬ টি বিখ্যাত উক্তি নিয়ে আমাদের আজকের পোস্ট । এটা ছাড়া বর্তমান যুগ কল্পনাই করা যায় না । খুবই জরুরী একটা মেশিন হলো এই কম্পিউটার । বিখ্যাত ব্যক্তিরা এটাকে কিভাবে দেখেন, চলুন তাদের ভাষায় একটু দেখে নেই । নিচে সেই বিখ্যাত বাণী বা উক্তি গুলো দেয়া হলো ।




কম্পিউটার নিয়ে উক্তি ও বাণী :

১. আপনি কম্পিউটারকে ভয় করি না বরং কম্পিউটার না থাকাকে ভয় করি।
— আইজ্যাক আসিমভ

২. কম্পিউটার এমন সব সমস্যা সমাধান এর জন্য উদ্ভাবিত হয়েছে যে গুলো এটি আসার আগে বিরাজ করত না।
— বিল গেটস

৩. কম্পিউটার সফটওয়্যার হলো গ্যাসের মতো যেটা পুরো সিস্টেম জুড়েই বিরাজ করে।
— নাথান মিরভল্ড

৪. কম্পিউটার এর অপারেটিং সিস্টেম এর মতোই পদার্থবিজ্ঞান হলো পৃথিবীর অপারেটিং সিস্টেম।
— স্টিভেন আর. জার্মান

৫. কম্পিউটার হলো বাইবেলের পুরাতন বিধান এর কাল্পনিক প্রভুদের মতো যাদের অনেক আইন ছিল কিন্তু কোনো দয়া নয়।
— জোসেফ ক্যাম্পবেল
৭. আমি কম্পিউটারকে ভালোবাসি কারণ আমার সব বন্ধু এটার ভিতরে আবদ্ধ।

৮. এটা সত্যি বিপজ্জনক হতে চলেছে যে মানুষ কম্পিউটার এর মতো ভাবা শুরু করেছে আর কম্পিউটার মানুষের মতো।
— সিডনি জে. হ্যারিস

৯. কম্পিউটারকে তখনই বুদ্ধিমান বলা যেতে পারে যখন এটা একটা মানুষকে সন্দেহে ফেলতে পারবে এই বিষয়ে যে সে আদৌ মানুষ কি না।
— অ্যালান টুরিং

১০. যেই শিক্ষকের দ্বারা কম্পিউটারকে প্রতিস্থাপন করা যাবে তিনিই সত্যিকারের শিক্ষক হওয়ার দাবি রাখেন।
— আইজ্যাক আসিমভ

১১. কম্পিউটারগুলো আপনার নির্দেশনা শোনার জন্য সত্যিই অনেক পটু তবে আপনার মনকে পড়তে ঠিক ততটাই অপটু।
— ডোনাল্ড নুথ

১২. ভিডিও গেম এবং কম্পিউটারগুলো এখন বেবি সিটারদের কাজ করে দিচ্ছে।
— টেইলর কিতস্চ

১৩. কম্পিউটার এখন অনলাইন চ্যাটের মাধ্যমে ভবিষ্যত সমাজ এবং একে আকার দিয়ে যাচ্ছে।
— ডেভ ব্যারি

১৪. কম্পিউটার অসম্ভব কিছুই করতে পারে না কেননা অসম্ভব কিছু তাড়াই বানাতে পারে যাদের কল্পনা শক্তি রয়েছে।
— অ্যালান টুরিং

১৫. কম্পিউটার কখনো বই কিংবা বই পড়ার অভ্যাসকে মেরে ফেলে না বরং মানুষই তা করে।
— ডগলাস রাশকফ

১৬. মানুষ ধীর হলেও অসাধারণ ভাবে চিন্তা করত্র পারে তবে কম্পিউটার দ্রুত হলেও বোকার এক শেষ।
— জন পফেইফার



Thanks/Abu Taleb

No comments

Theme images by centauria. Powered by Blogger.