কম্পিউটার স্লো? (Computer Slow ) কম্পিউটারের ‍স্পিড ( Computer Speed ) ঠিক রাখতে যে ৪টি বিষয় জানতে হবেই

 

কম্পিউটার স্লো? (Computer Slow ) কম্পিউটারের ‍স্পিড ( Computer Speed ) ঠিক রাখতে যে ৪টি বিষয় জানতে হবেই

কম্পিউটার বর্তমান সময়ে আমাদের নিত্য দিনের সঙ্গি হয়ে আমাদের জীবনের সাথে আত্মীয়তার সম্পর্কের মত জড়িয়ে আছে। কম্পিউটার ছাড়া মনে হয় আমাদের একটি দিনও চলেনা। আর এই কম্পিউটারের স্পিড (Computer Speed) যদি ঠিক না থাকে, তাহলে কি সবকিছু ঠিকভাবে চলে? 




কম্পিউটার স্লো (Computer Slow) হওয়ার কারন?

কম্পিউটার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসলে, ধীরে ধীরে হার্ড ড্রাইভের স্টোরেজ কমতে থাকে ফলে ধীরে ধীরে কম্পিউটার স্লো (Computer Slow) হতে থাকে। কম্পিউটারের স্টোরেজ ফুল হওয়ার কারনে কম্পিউটার ওভার হিট করে যার ফলে কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারেনা, মাঝে মাঝেই হ্যাং করে। অনেক সময় আমরা কাজ শেষে সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করিনা যার ফলে ও কম্পিউটার স্লো করে। 

Computer Speed ঠিক রাখতে যে ৪টি বিষয় জানতে হবেইঃ

 কিছু নিয়ম মেনে কম্পিউটার ব্যবহার করলে কম্পিউটারের স্পিড ঠিক রাখা সম্ভব। চলুন  জেনে নেওয়া যাক কম্পিউটারের স্পিড কিভাবে ঠিক রাখা যায়? 

নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল ডিলিক করাঃ

আপনার কম্পািউটারের গতি ঠিক রাখার জন্য কম্পিউটারের ডেস্কটপে সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলেট করতে হবে। তাহলে আপনার কম্পিউটার গতি ঠিক থাকবে। যদি সম্ভব হয় কম্পিউটারের ডেস্কটপে প্রোগ্রাম সর্টকাট ছাড়া কোন ফাইল রাখবেনা না, এতো আপনার কম্পিউটার স্লো (Computer Slow) হওয়ার সম্ভাবনা নেই। 

র‌্যাম RAM বৃদ্ধি করা ঃ

আপনার কম্পিউটারের র‌্যাম RAM যত বেশি হবে কম্পিউটারের কার্যক্ষমতাও তত বেশি হবে। অর্থ্যত র‌্যাম কম্পিউটারের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যখন আপনার কম্পিউটারের উপর চাপ বাড়বে তখন আপনার কম্পিউটারের র‌্যাম বাড়িয়ে নিন, এতে কম্পিউটার স্লো (Computer Slow) হওয়ার সম্ভাবনা কম থাকবে।

কম্পিউটারের OS আপডেট করুনঃ

নিয়মিত আপনার কম্পিউটারের কিছুনা কিছু আপডেট এসে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করা দরকার। আপনার কম্পিউটার আপ-টু-ডেট থাকলে স্লো হওয়ার আশংকা থাকবেনা।

কম্পিউটার সঠিক উপায়ে বন্ধ করা / রিস্টার্ট করাঃ

অনেক সময় আমারা কাজ শেষে কম্পিউটার সঠিক নিয়মে বন্ধ না করার কারনে কম্পিউটার স্লো করে। তাই প্রতিবার কাজ শেষ করার পর সঠিক নিয়েম কম্পিউটার বন্ধ করতে হবে। সবকিছু মেনে চলার পরও যদি কম্পিউটার স্লো চলে, তাহলে কম্পিউটার রিস্টার্ট দিন। যখন আপডেট দিবেন আপডেট দেওয়ার পর কম্পিউটার রিস্টার্ট দিবেন।
এছাড়াও কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালু রাখবেন না। 


Thanks/Abu Taleb

No comments

Theme images by centauria. Powered by Blogger.