NID Card Download with Form Number | ফরম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড

 আমাদের যাদের বয়স ১৮ বছরের বেশী তারা কিন্তু জাতীয় পরিচয়পত্র বা NID Card এর জন্য আবেদন করেছি। এখন কথা হচ্ছে যাদের জাতীয় পরিচয়পত্র বা NID Card নির্বাচন কমিশনে তৈরি হয়ে গেছে তাদের মোবাইলে কিন্তু জাতীয় পরিচয়পত্র বা NID Card এর নম্বরসহ নির্বাচন কমিশন থেকে ম্যাসেজ এসেছে। তারা কিন্তু তাদের ম্যাসেজে আসা জাতীয় পরিচয়পত্র বা NID Card নম্বর দিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র বা NID Card টি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে।




কিন্তু যাদের মোবাইলে ম্যাসেজ আসে নাই তারা কিভাবে তাদের জাতীয় পরিচয়পত্র বা NID Card Download করবে? হ্যাঁ তারা তাদের জাতীয় পরিচয়পত্রের আবেদনের সময় যে ফরমটি দিয়েছে সেই ফরম নম্বর দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারবে। তবে আগে যে নিয়মে ফরম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বা  NID Card Downlead করা যেতো এখন আর সে নিয়মে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায় না। 

NID Card Download With Form Number

আমরা কিন্তু আগে জাতীয় পরিচয়পত্রের ফরম নম্বর ও জন্ম তারিখ যথাযথভাবে  বসিয়ে ও ক্যাপচা সঠিকভাবে পূরন করে দিলেই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা যেতো এখন আর আগের নিয়মে জাতীয় পরিচয়পত্র ডাউনলো করা যাচ্ছে না। 

How to Download NID Card With Form Number

চলুন জেনে নেওয়া যাক কিভাবে নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্রের ফরম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন-
প্রথমেই আপনাকে আপনার মোবাইল অথাবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর লিংকটিতে প্রবেশ করুন Bangladesh NID Application । নিচের চিত্রের মতো আসবে। 
এখানে দুটি বাটন পাবেন “রেজিস্ট্রার করুন” আর “আবেদন করুন” । এ দুটো বাটন থেকে রেজিস্ট্রার করুন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রার বাটনে ক্লিক করার পর নিচের চিত্রের মতো আসবে। 

এখানে “জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর” ঘরে যদি আপনার জাতীয় পরিচয়পত্রের আবেদন ফরম নম্বরটি বসিয়ে দেন তাহলে কিন্তু এটি ভূল বা ত্রুটি দেখাবে । এখানে আপনাকে যা করতে হবে- আপনার ফরম নম্বরটির আগে NIDFN লিখতে হবে। অর্থ্যাৎ আপনার ফরম নম্বরটি যদি হয়ে থাকে 146791712,  তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর” ঘরে লিখতে হবে NIDFN146797712 
এরপর জন্ম তারিখ এর ঘরে যথাযথভাবে আপনার জন্ম তারিখ লিখুন। প্রথমে দিন পরে মাস পরে বছর। পরে নিচে একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি যথাযথভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যথাযথভাবে সিলেক্ট করুন। প্রথমে বিভাগ পরে জেলা এর পরে উপজেলা। সঠিকভাবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। 


এরপর জন্ম তারিখ এর ঘরে যথাযথভাবে আপনার জন্ম তারিখ লিখুন। প্রথমে দিন পরে মাস পরে বছর। পরে নিচে একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি যথাযথভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যথাযথভাবে সিলেক্ট করুন। প্রথমে বিভাগ পরে জেলা এর পরে উপজেলা। সঠিকভাবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। 

পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি দেখাবে। এখানে দুটি বাটন থাকবে একটি হচ্ছে “বার্তা পাঠান” আরেকটি হচ্ছে “মোবাইল পরিবর্তন” মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে আপনি ইচ্ছা করলে মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবেন। আর যদি পরিবর্তন করতে না চান, বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে। ম্যাসেজে ছয় সংখ্যার একটি কোড আসবে কোডটি বসিয়ে বহাল বাটনে ক্লিক করুন। 

এ পর্যায়ে আপনার ফোনে NID Wallet এ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করার পর QR কোডটি স্ক্যান করে আপনার ফেস স্ক্যান করতে হবে। স্ক্যান কমপ্লিট হলে OK তে ক্লিক করুন । এর পর নির্বাচন কমিশনের ওয়েব সাইটে আপনার প্রোফাল ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্র NID Card টি  ডাউনলোড করে নিন। 

No comments

Theme images by centauria. Powered by Blogger.