বাইকের ট্যাক্স টোকেন নবায়ন করুন ঘরে বসে। বিআরটিএ ট্যাক্স টোকেন নবায়ন করুন বিকাশের মাধ্যমে

 

বাইকের ট্যাক্স টোকেন নবায়ন করুন ঘরে বসে। বিআরটিএ ট্যাক্স টোকেন নবায়ন করুন বিকাশের মাধ্যমে


আপনি চাইলেই আপনার সখের বাইকটির ট্যাক্স টোকেন ipaybrta cnsbd com এর সার্ভিস পোর্টাল এর মাধ্যমে ঘরে বসে নবায়ন করতে পারবেন। আমি আজকের পোস্টে শেয়ার করবো কিভাবে ঘরে বসে বিকাশ পেমেন্টের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়।

বাইকের ট্যাক্স টোকেন অনলাইনে ঘরে বসে নবায়ন করুন

বাইকের ট্যাক্স টোকেন এর মেয়াদ শেষ হলেই এটি আবার নবায়ান করতে হয়। ব্যাংকে বা বিআরটিএ অফিসে দৌড়াদৌড়ি না করে মাত্র ৫ মিনিটে ঘরে বসে বিকাশের মাধ্য ফি পরিশোধ করে আপনার ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি বিকাশের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন ফি প্রদানের মাধ্যমে নবায়ন করলে, ট্যাক্স টোকেন কোথায় পাবো? এটা নিয়ে চিন্তা করার কোন কারণ নেই, কারন বিকাশ আপনাকে আপনার ট্যাক্স টোকেন আপনার বাসার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে। 

বাইকের ট্যাক্স টোকেন অনলাইনে নবায়ন করার নিয়ম

চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাইকের ট্যাক্স টোকেন অনলাইনে নবায়ন করবেন-
প্রথমেই আপনাকে বিআরটিএ ওয়েব সাইটে গিয়ে Create Account ক্লিক করে আপনার নাম, মোবাইল নং, জেলা, থানা ইমেইল, পার্সওয়ার্ড ও ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন এর সময় আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটি লিখে Active User এ ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। 

ট্যাক্স টোকেন নবায়ন করার নিয়ম

অনলাইনে ট্যাক্স টোকেন কিভাবে নবায়ন করবেন সে প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেওয়া হলো-

  1. প্রথমে বিআরটিএ ওয়েব সাইটে গিয়ে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
  2. উপরের মেনু থেকে Registered Vehicle Payment এর উপর ক্লিক করুন।
  3. Vehicle Registration No. ঘরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন। Chassis No. ঘরে চেসিস নং এর শেষ ৪ সংখ্যা দিয়ে Next এ ক্লিক করুন। 
  4. Separated Purpose Payment মেনু থেকে Road Tax (2nd Installment) অথবা যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি সিলেক্ট করুন। অটোমেটিক টাকার পরিমাণ দেখাবে।
  5. Pay with Bkash (SC 1.5%) এ ক্লিক করুন।
  6. মোবাইল নম্বর দিয়ে কনফার্ম করুন এবং যোগাযোগের ঠিকানা- আপনার নাম, জেলা, থানা, পোস্ট, গ্রাম সিলেক্ট করুন। ৩৫ টাকা হোম ডেলিভারী চার্জ নোটিশ দেখাবে। Next এ ক্লিক করুন।
  7. এ পর্যায়ে আপনাকে বিকাশ গেটওয়েতে নিয়ে যাবে, এখানে আপনি যে বিকাশ নম্বর থেকে ফি দিয়ে চাচ্ছেন সে বিকাশ নম্বরটি লিখে কনফার্ম করলে আপনার বিকাশ নম্বরে ভেরিফিকেশন কোড আসবে সেটি বসিয়ে কনফার্ম করতে হবে। এরপর বিকাশ পিন দিয়ে কনফার্ম করতে হবে। 
  8. বিকাশ একাউন্ট হতে টাকা কেটে নিবে। আপনার বিকাশ অ্যাপ থেকে Print Receipt হতে রিসিপ্ট প্রিন্ট করে নিতে পারবেন। ৩/৪ দিনের মধ্যে বিকাশ আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আপনার ট্যাক্স টোকেনটি পাঠিয়ে দিবে। কুরিয়ার চার্জ ট্যাক্স টোকনে গ্রহণ করার সময় পরিশোধ করতে হবে। 

বাইকের ট্যাক্স টোকেন কিভাবে হাতে পাবেন

অনলাইনে সকল প্রক্রিয়া শেষে হলে বিকাশ আপনার ঠিকানায় ৩/৪ দিনের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনার বাইকের ট্যাক্স টোকেন পাঠিয়ে দিবে। এ ক্ষেত্রে ডেলিভারী ম্যানের নিকট ডেলিভারী ফি পরিশোধ করতে হবে। যদি কোন কারনে ট্যাক্স টোকেনটি ড্যামেজ হয়ে যায়, তাহলে ডেলিভারী ম্যানের নিকট ডেলিভারী চার্জ প্রদান করে এটি রিটার্ন করে দিবেন। বিকাশ আবার আপনার ট্যাক্স টোকেনটি প্রিন্ট করে পাঠিয়ে দিবে।

আরো পড়ুনঃ ফরম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন 

বাইকের ট্যাক্স টোকেন নবায়ন ফি

100 সিসি এর উপরের বাইকের ২ বছরের জন্য ২৩০০ টাকা ট্যাক্স টোকোন ফি প্রদান করতে হয়। বিকাশের মাধ্যমে প্রদান করলে 1.5% খরচ সহ কর্তন করা হয়।

বিআরটিএ ওয়েব সাইটে যেসকল সেবা পাবেন 

  1. মোটরযান নিবন্ধন;
  2. ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট;
  3. মালিকান হস্তান্তর;
  4. ট্যাক্স টোকেন ইস্যু ও রিনিউ;
  5. ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রিনিউ;
  6. মোটরযান ফিটনেস ইস্যু ও রিনিউ;
  7. রুট পারমিট ইস্যু ও রিনিউ;

উল্লেখ্য যে, আপনাকে ট্যাক্স টোকেন নবায়ন ফি অবশ্যই অফিস আওয়ারে প্রদান করতে হবে।


Thanks/Abu Taleb


No comments

Theme images by centauria. Powered by Blogger.