Windows Activator txt | Windows 7, 8, 8.1, 10 Activator txt file 2023
প্রোডাক্ট কী ছাড়াই আপনার Windows 10 লাইফ টাইমের জন্য একটিভ করতে Windows 10 Activator txt কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আজকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। Microsoft 8.1 এর উত্তরসূরী হিসেবে 2015 এর 29 জুলাই Windows 10 প্রকাশ করে। এটি বর্তমানে প্রায় 1.3 বিলিয়ন ব্যবহারকারীর কাছে জনপ্রিয় অপরেটিং সিসটেম।
Windows 10 ব্যাক্তি, ছাত্র, শিক্ষক, শিল্প ও সংস্থার জন্য সবচেয়ে নিরাপদ ও ব্যবহারকারী বান্ধব OS। Windows 10 অপারেটিং সিসটেমের গুণগত মান এবং ব্যবহারযোগ্যতা উন্নত করার জন্য মাইক্রেোসফ্ট এটি প্রকাশের পর থেকে কয়েকটি সুরক্ষা ও বৈশিষ্ঠ আপডেট করেছে।
প্রডাক্ট কী ছাড়া কীভাবে Windows 10 একটিভ করবেন
সাধানারত উন্ডোজ একটিভ করার জন্য একটি প্রিমিয়াম কী প্রয়োজন হয়। আজকে আমি দেখাবো কিভাবে প্রডাক্ট কী ছাড়াই Windows একটিভ করতে পারেন। এটি করার জন্য নিচের স্টেপগুলো মনোযোগের সাথে ফলো করুন। আপনাকে প্রথমে আপনার পিসির Windows Security তে যেতে হবে। এটি করার জন্য আপনার পিসির ট্যাস্কবারে থাকা সার্চ এ টাইপ করুন Windows Security
এখান থেকে Windows Security তে যান। যাওয়ার পর নিচের চিত্রের মতো আসবে।
এখান থেকে Virus & threat protection এ ক্লিক করুন, এরপর Manage Settings এ ক্লিক করুন। এখানে যতগুলো অপশন অন আছে সবগুলো বন্ধ করুন।
এবার উইন্ডোটি ক্লোজ না করে মিনিমাইজ করে রাখুন এটি পরে আবার কাজে লাগবে।
Windows Activator txt 2023
প্রথমে নিচের লিংকটি ওপেন করুন
ওপেন করার পর এখানে যে কোডগুলো আছে সবগুলো কপি করে নিন। কপি করা হয়ে গেলে আপনার কম্পিউটারের ডেস্কটপে চলে আসুন।
ডেস্কটপে আসার পর মাউসের রাইট ক্লিক করে New → Text Document এ ক্লিক করুন। Text Document টি ওপেন করুন ওপেন করার পর কপি করা কোড গুলো পেষ্ট করুন।
এবার File → Save As এ ক্লিক করুন। ফাইলটির যেকোন একটি নাম দিন, নামের পর .bat দিন যেমন- Activator.bat এর পর সেভ বাটনে ক্লিক করে এটি সেভ করে নিন।
সেভ করা ফাইলটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করুন, Run as administrator এ ক্লিক করুন এরপর Yes এ ক্লিক করুন। একটু অপেক্ষা করুন, কিছুক্ষনের মধ্যে আপনর Windows টি একটিভ হয়ে যাবে। নিচের চিত্রের মত আসেবে।
এখন আমরা Windows Security এর যে উইন্ডোটি মিনিমাইজ করে রেখেছি সেটি ওপেন করে আগে যে অপশনগুলো বন্ধ করছি, সকল অপশনগুলো অন করে দিন।
Thanks/Abu Taleb
No comments