ফেসবুক একাউন্ট খোলার নিয়ম-2024 | Create Facebook Account 2024
বর্তমান সময়ে সোশ্যাল প্লাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। বর্তমানে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী ৩০০ কোটিরও বেশি। যার হাতে একটি স্মার্টফোন আছে তার ফেসবুক একাউন্ট নেই এটাতো হতেই পারে না। ফেসবুকের মাধ্যমে আমরা একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি।
ফেসবুক ব্যবহারকারীরা সাধারণত ফেসবুক ব্যবহার করে থাকে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে। তবে বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারী ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে থাকে।
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম 2023
২০২৩ সালে এসে ফেসবুক আইডি বা ফেসবুক একাউন্ট খুলতে পারেনা এমন লোক খুব কম পাওয়া যাবে। যারা ফেসবুক আইডি খুলতে জানেন না তাদের জন্য আমি আজকে খুব সহজে কিভাবে ফেসবুক আইডি খোলা যায় ধাপে ধাপে দেখিয়ে দিব।
ফেসবুক একাউন্ট খোলার জন্য প্রয়োজন
ফেসবুক একাউন্ট বা ফেসবুক আইডি খোলার জন্য আপনার একটি সচল মোবাইল নম্বর বা একটি সচল ই-মেইল থাকতে হবে (Gmail, Yahoo, Hotmail etc)। এই দুটোর যেকোন একটি থাকলেই আপনি খুব সহজে একটি ফেসবুক একাউন্ট বা ফেসবুক আইডি খুলতে পারবেন।
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম-2023 Create Facebook Account 2023
ফেসবুক একাউন্ট বা ফেসবুক আইডি আপনি দুভাবে খুলতে পারেন। একটি হচ্ছে যেকোন ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে Facebook এই লিংকে প্রবেশ করে। আর অন্যটি হচ্ছে ফেসবুকের নির্দিষ্ট অ্যাপ এর মাধ্যমে। আমার মতে ফেসবুকের অ্যাপ এর মাধ্যমেই ফেসবুক আইডি খোলা খুব সহজ।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক অ্যাপের মাধ্যমে খুব সহজে একটি ফেসবুক একানউন্ট খোলা যায়। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে Facebook App অথবা Facebook Lite App টি ইন্সটল করে নিন।
ফেসবুক একাউন্ট খোলার স্টেপ-০১
ফেসবুক অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পর নিচের চিত্রের মতো আসবে। যেহেতু আমরা নতুন একটি ফেসবুক একাউন্ট খুলবো সেহেতু এখান থেকে নিচের Create new account লেখা বাটনটিতে ট্যাপ করুন। এরপর Get started বাটনে ট্যাপ করুন।
ফেসবুক একাউন্ট খোলার স্টেপ-০২
এ পর্যায়ে First name এর ঘরে আপনার নামের প্রথম অংশ লিখুন। Last name এর ঘরে আপনার নামের শেষ অংশ লিখে Next বাটনে ট্যাপ করুন।
ফেসবুক একাউন্ট খোলার স্টেপ-০৩
এর পর আপনার জন্ম তারিখ চাইবে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে Next বাটনে ট্যাপ করলে আপনার কাছে জানতে চাইবে আপনি কোন লিঙ্গের। এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে Male সিলেক্ট করুন আর নারী হলে Female সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
ফেসবুক একাউন্ট খোলার স্টেপ-০৪
এ পর্যায়ে আপনার মোবাইল নম্বর দিয়ে Next বাটনে ক্লিক করুন। আর যদি ই-মেইল দিয়ে একাউন্ট খুলতে চান তাহলে নিচে থাকা Sign up with email বাটনে ক্লিক করুন। Next বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলবে এখানে একটি Strong পাসওয়ার্ড দিন অবশ্যই পাসওয়ার্ড ৬ ডিজিটের বেশি হতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার লগিন ইনফরমেশন সেভ করে রাখবেন কিনা তা জানতে চাইবে। যদি লগিন ইনফো সেভ করতে চান তাহলে Save বাটনে ক্লিক করুন। অন্যথায় Not Now বাটনে ক্লিক করুন। এরপর I agree বাটনে ক্লিক করুন।
উপরের স্টেপগুলো ঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে আপনি একিটি নতুন ফেসবুক একাউন্ট পাবেন। উপরের স্টেপগুলো ছাড়াও আপনার মোবাইল নম্বরে বা ই-মেইলে ফেসবুক একটি ভেরিফিকেশন কোড পাঠাতে পারে। যদি ভেরিফিকেশন কোড পাঠায় তাহলে তা যথাযথভাবে বসাতে হবে।
Thanks//Abu Taleb
No comments