এন্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস

 

এন্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস
এন্ড্রয়েড ফোন আমাদের জীবনকে যেমন সহজ করে দিয়েছে তেমনি পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আজকে আমি এন্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস শেয়ার করব, যেগুলো আপনি যদি এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জানা খুবই জরুরী।


এন্ড্রয়েড ফোনের টিপস এন্ড ট্রিকস

চলুন জেনে নেওয়া যাক এন্ড্রয়েড (Android) ফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস, যেগুলো  একজন এন্ড্রয়েড ইউজারের জানা আবশ্যক। যে এন্ড্রয়েড টিপস এন্ড ট্রিকসগ গুলো জানলে আপনি একজন এন্ডয়েড ইউজারকারী হিসেবে আপনার এন্ড্রয়েড ফোনটি ব্যবহার করা সহজ ও নিরাপদ হবে।

এন্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূণ টিপস এন্ড ট্রিকস

আপনাদের এন্ড্রয়েড (Android) ফোন ব্যবহার সহজ ও নিরাপদ করার জন্য নিচে কছি এন্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস দেওয়া হলো।

ব্যাকগ্রাউন্ড ডাটা (Background Data )

এন্ড্রয়েড ফোনের কিছু অ্যাপস আছে যেগুলো Background Data ব্যবহার করে থাকে। যা  ইন্টারনেট এমবি খরচ সহ আপনার ফোনকে অনেক স্লো করে দেয়। এ সকল ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার করা অ্যাপস-এর ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ না করলে ফোনে বিভিন্ন সমস্যা হতে পারে। এগুলো বন্ধ করার জন্য আপনার ফোনের Settings এ গিয়ে সার্চ করুন  Data usage এরপর Data Usage এ গিয়ে Mobile Data usage যান। এখানে দেখতে পাবেন কোন অ্যাপটি বেশি ডাটা খরচ করছে। এখান থেকে যে অ্যাপটির ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করতে চান সেটির উপর ট্যাপ করুন। Allow background data usage পাশে থাকা বাটনটি বন্ধ করে দিন। এক্ষেত্রে আপনার ফোনের ডাটা কম খরচ হবে সেই সাথে ব্যাটারী চার্জও বেশি থাকবে।

Find my device 

মোটামুটি সকল এন্ড্রয়েড (Android) ফোনেই এই সার্ভিসটি আছে। জিমেইল দিয়ে যদি আপনি আপনার এন্ড্রয়েড ফোনটিতে এই সার্ভিসটি চালু করে রাখেন, তাহলে আপনার ফোন চুরি বা হারিয়ে গেলে খুব সহজেই জানতে পারবেন ফোনটি কোথায় আছে।

ব্যাটারি হেলথ ভাল রাখা

আপনি আপনার সখের এন্ড্রয়েড (Android) ফোনটির ব্যাটারী হেলথ ভাল রাখতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। আর নিয়মগুলো মেনে চললে আপনার মোবাইলের ব্যাটারী হেলথ ভালো থাকবে। নিয়মগুলো হলো-

  • ব্যাটারী চার্জ করার সময় পুল চার্জ না হওয়া পর্যন্ত চার্জ থেকে খুলবেন না।
  • ব্যাটারী চার্জ সম্পূর্ণ শেষ হওয়ার আগে আবার চার্জ করে নিন। ( ২০% থাকতে চার্জ করুন )
  • দিনের মধ্যে কয়েকবার চার্জ করা থেকে বিরত থাকুন।
  • মোবাইল চার্জে লাগিয়ে কথা বলা বা ব্যবহার থেকে বিরত থাকুন।
  • চার্জ দ্রুত করতে চাইলে মোবাইল বন্ধ বা প্লাইট মোডে রেখে চার্জ দিন।
  • যে এলাকায় নেটওয়ার্ক সিগনাল দূর্বল সে এলাকায় মোবাইল বন্ধ অথবা প্লাইট মোড করে রাখুন।

অ্যাপস ডিজেবল করে রাখা 

আপনার এন্ড্রয়েড ফোনে থাকা যেসব অ্যাপস প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আন-ইন্সটল বা ডিজেবল করে রাখুন। এতে আপনার এন্ড্রয়েড ফোনটির কর্মক্ষমতা অনেকগুন বেড়ে যাবে। 

Reboot/Restart করুন

অনেকক্ষন ধরে ফোন চালু থাকলে ফোনের কর্মসক্ষমতা কমে যায়। আপনার মোবাইল যদি স্লো হয়ে যায় তাহলে মোবাইলটি Reboot/Restart করে নিন। এতে আপনার ফোনের কর্মক্ষমতা বেড়ে যাবে। 

ইন্টারনাল স্টোরেজ খালি রাখুন

ফোনের Internal Storage যখন সম্পূর্ণ শেষের দিকে তখন কিন্তু নতুন করে কোন অ্যাপ ইন্সটল করা সম্ভব হয় না। তাছাড়া ফোনের ইন্টারনাল স্টোরেজ লো হলে মোবাইল স্লো কাজ করে এবং হ্যাং হওয়া শুরু করে। এক্ষেত্রে চেষ্টা করবেন ফোনের ইন্টারনাল স্টোরেজ যতটুকু সম্ভব খালি রাখতে। 


Thanks/Abu Taleb

No comments

Theme images by centauria. Powered by Blogger.